চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ এনে মামলা করবেন বলে জানিয়েছেন মাহির কথিত স্বামী শাওনের আইনজীবী।
গতকাল মঙ্গলবার শাওনের আইনজীবী মো. বেলাল হোসেন এনটিভি অনলাইনকে এ বিষয়ে জানিয়েছেন।
বেলাল জানান, মাহি তথ্য গোপন করে ফৌজদারি অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৫ ধারায় মামলা করা হবে। তবে শাওন আদালত থেকে জামিন পাওয়ার পর এ মামলা করা হবে।
এর আগে আদালতে শাওনের আইনজীবী মাহির আগের বিয়ের কাবিননামা দাখিল করেন। কাবিননামায় মাহির নাম শারমীন আক্তার নিপা ওরফে মাহিয়া দেখানো হয়েছে।
দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শাওনকে হাজির করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। পরে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম শাওনের রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন নায়িকা মাহি। অভিযোগটি তিনি করেন কথিত প্রেমিক ও স্বামী শাওনের বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতেই গত রোববার শাওনকে গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তারের সময় ডিবি দক্ষিণ বাড্ডার বাসা থেকে শাওনের কম্পিউটার জব্দ করে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বলেন, ‘কথিত স্বামী শাওনের বাসা থেকে তাঁর কম্পিউটার জব্দ করেছি। সেখানে কিছু ছবি পেয়েছি, যা জব্দ করা হয়েছে। এরই মধ্যে শাওন স্বীকার করেছে যে সে নিজেই এই ছবিগুলো ফেসবুকে আপ করেছিল।’
মাহির সঙ্গে বিয়ে হয়েছে কি না, এমন কোনো প্রমাণ শাওন দাখিল করেছেন কি না জানতে চাইলে ডিবির ওই কর্মকর্তা বলেন, ‘আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হচ্ছে, এ বিষয়ে কিছু বলা যাবে না।’
ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু বিয়ে করার পরদিন থেকেই কয়েকটি গণমাধ্যমে মাহির একাধিক বিয়ে-সংক্রান্ত কিছু ছবি প্রকাশ হতে থাকে। সেখানে ছবি প্রকাশের পাশাপাশি দাবি করা হয়, এর আগেও একাধিকবার মাহির বিয়ে হয়েছে।
ছবি প্রকাশের পর থেকে আলোচনার ঝড় ওঠে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিষয়টি নজরে এলে নায়িকা মাহি বলেন, তিনি আইনের আশ্রয় নেবেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার সংসার ভাঙার জন্য কেউ আমার পিছু লেগেছে।’
গ্রেপ্তারকৃত শাওনের বাবার নাম নজরুল ইসলাম। তিনি গুলশানের একজন ব্যবসায়ী। শাওন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী।
শাওন দাবি করেন, নায়িকা মাহি তাঁর ভালো বন্ধু ছিলেন। ফেসবুকে মাহির সঙ্গে অনেক ছবিও পোস্ট করেন তিনি।
 
Top